ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা বিজনেস বার্তার সহযোগী সম্পাদক রাবেয়া বেগম। এ সময় তাঁর স্বামী সিনিয়র সাংবাদিক রহমত রহমান, বড় মেয়ে সালমা রহমান হাফসা, ছোট মেয়ে সাওদা রহমান হুমায়রা ও ছোট ভাই মোজাম্মেল হোসেন জুয়েল আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাবেয়া বেগম বিজনেস বার্তাকে জানিয়েছেন, নোয়াখালীতে ঈদ-উল-ফিতরের ছুটি কাটিয়ে শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া প্রাইভেটকারে ঢাকায় ফিরছেন। চৌদ্দগ্রাম নোয়াবাজার এলাকার কালিকাপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের সামনে আসলে তাদের বহনকারী প্রাইভেটকারের তিনটি চাকা ফেটে যায়। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গাড়ি কয়েকবার উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সবাই মারাত্মকভাবে আহত হন।
তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে কালিকাপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে সবাইকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি। তবে তাদের বহনকারী প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে গেছে।