সচিব শহীদ খান ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কর গোয়েন্দা

সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও তার স্ত্রীর আয়কর ফাঁকি তদন্ত করছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। যার অংশ হিসেবে দুইজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বিজনেস বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে দুইজনের তথ্য চেয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। তথ্য পেলে আমরা তাদের আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখবো। ফাঁকি উদ্ঘাটনে আমাদের টিম কাজ করছেন বলেও জানান মোহাম্মদ আবদুর রকিব।

অপরদিকে, আলোচিত এই সচিবকে সোমবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত ২৮ আগাস্ট ডিআরইউতে মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬জনকে যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!