শ্রদ্ধাভরে মৃত সহকর্মী ও মাইলস্টোনে নিহতদের স্মরণ

নবীন সংগঠন। সংগঠনের ব্রত হলো ‘সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন’। এই ব্রত নিয়ে সংগঠনের অভিষেক হলো প্রথমবারের মতো মৃত্যুবরণকারী সহকর্মী এবং মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত নিষ্পাপ শিশুদের স্মরণের মধ্য দিয়ে। সহকর্মীদের শ্রদ্ধা আর রুহের মাগফেরাত কামনায় এমন আয়োজন করেছে সদ্য গঠিত সংগঠন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (এনবিআর)। রোববার (৩ আগস্ট) এনবিআরের মাল্টিপারপাস হল রুমে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সহকর্মী আর নিষ্পাপ শিশুদের স্মরণ ও রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে এনবিআরের সকল সদস্য, কমিশনার, কর্মকর্তা ও এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের বিপুল সংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন।
NBR Cera Sas 2
সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথমবার এনবিআরের কোন সংগঠন পৃথিবী থেকে বিদায় নেয়া সহকর্মীদের এমন শ্রদ্ধাভরে স্মরণ করলো। এছাড়া সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত নিষ্পাপ শিশুদেরও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলো। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করা মৃত্যুবরণকারী চারজন (মো. জামাল উদ্দিন পাটোয়ারী, মো. দেলোয়ার হোসেন ও মো. ফজলুল হক) সহকর্মী ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদের আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়েছে। সংক্ষিপ অনুষ্ঠান হলেও ছিলো ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা আর শৃঙ্খলায় পরিপূর্ণ। হল রুম কর্মচারীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া পুরো বারান্দা কর্মচারী দ্বারা পূর্ণ ছিলো।
NBR Cera Sas 3
অনুষ্ঠানে মৃত্যুবরণকারী সহকর্মী ও নিষ্পাপ শিশুদের প্রতি শ্রদ্ধা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, সহকর্মী ও নিষ্পাপ শিশুদের একটু স্মরণ, একটু শ্রদ্ধা জানানো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা-আমি মনে করে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা ভালো উদ্যোগ। এই ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও নেয়া হয়। মাইলস্টোনে নিহতদের আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। নিহত শিশুদের আল্লাহ যেন বেহেশতে ফুল হিসেবে কবুল করেন, সেই দোয়া করি। আর যারা এখনো অসুস্থ, কষ্ট পাচ্ছেন-আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী এনবিআর কর্মচারী ও মাইলস্টোনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান ভূঁইয়া (আসাদ), সাধারণ সম্পাদক মো. মইনুল করিম, প্রধান উপদেষ্টা মো. শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. কাওছার আলম। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

** এনবিআরে নতুন সংগঠন, নেতৃত্বে আসাদ-মইনুল-শহিদুল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!