প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও শক্তিশালী করতে পাঁচটি নির্দেশনা দিয়েছেন। রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ারবাজার নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা উপস্থাপন করা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, তা হলো:
১. সরকারের মালিকানাধীন বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলিকে দ্রুত পুঁজিবাজারে আনার ব্যবস্থা গ্রহণ করা।
২. বেসরকারি খাতের বড় ও সফল কোম্পানিগুলিকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া।
৩. পুঁজিবাজার সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে বিদেশি বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের কার্যক্রম শুরু করা।
৪. পুঁজিবাজার সংশ্লিষ্ট যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।
৫. বড় কোম্পানিগুলিকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজারের মাধ্যমে পুঁজি সংগ্রহে উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
গত আগস্টে অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটি ছিল উচ্চপর্যায়ের প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার দেওয়া ৫টি নির্দেশনার কথা তুলে ধরেন। আজ দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।