তেজগাঁও বাণিজ্যিক এলাকায় সরকারি রাস্তার পাশে লাল কাপড়ে ঢাকা অবস্থায় পড়ে থাকা অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন বিলাসবহুল গাড়ির রহস্য উদঘাটনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
সোমবার (১৯ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ফেলে রাখা এসব গাড়ির মালিকানা নিয়ে সংশয় থাকায় এবং শুল্কমুক্তভাবে কারনেট সুবিধা নিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে কি না—তা খতিয়ে দেখতেই এ পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, গাড়িগুলো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
দুদক জানায়, অভিযান চলাকালে দেখা গেছে, সরকারি রাস্তার পাশে লাল কাপড়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব গাড়ির মালিকানা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের, এবং তারা দীর্ঘদিন ধরে এভাবেই গাড়িগুলো ফেলে রেখেছে।
এনফোর্সমেন্ট টিম গাড়িগুলোর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ডেটাবেজ যাচাই করে দেখে—এসব গাড়ি তাদের কোনো কাস্টমারের কি না, কখন এবং কী কারণে ওয়ার্কশপে আনা হয়েছে, কে নিয়ে এসেছে, প্রকৃত মালিক কে এবং এতদিন ধরে কেন গাড়িগুলো সেখানেই পড়ে রয়েছে। পাশাপাশি, গাড়িগুলো কারনেট সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে দেশে আনা হয়েছে কি না, তা যাচাই করতে চট্টগ্রাম কাস্টম হাউজের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সময়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন ও মালিকানা সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দুদক দেখতে পেয়েছে, গাড়িগুলো কয়েক মাস থেকে শুরু করে প্রায় এক বছর পর্যন্ত সরকারি জায়গায় পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সব রকমের রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।