শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

পাল্টা শুল্ক চুক্তি নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনার জন্য বাংলাদেশকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। আগামী মঙ্গলবার ও বুধবার এই আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীসহ আরও কয়েকজন কর্মকর্তা।

বাণিজ্য সচিব জানান, শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় কাজ করা হয়েছে। ওয়াশিংটনে সরাসরি দুই দফা এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ২৩ জুলাই যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান জানানো হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হলে ইউএসটিআর অফিসে ২৯ ও ৩০ জুলাই বৈঠকের সময় নির্ধারিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। ৩১ জুলাই আরেকটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। সচিব আশা প্রকাশ করেন, যেহেতু আলোচনা এগোচ্ছে, ১ আগস্টের মধ্যেই শুল্কসংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

দ্বিতীয় দফার আলোচনা শেষে ওয়াশিংটন থেকে ফিরে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে এবং এ জন্য সময় চাওয়া হয়েছে। সে সময় তিনি আশা প্রকাশ করেন, আলোচনার সময়সূচি আগামী সপ্তাহের মাঝামাঝি পাওয়া যেতে পারে। তবে ইউএসটিআরের পক্ষ থেকে সময় নির্ধারণে কিছুটা দেরি হয়। এমনকি প্রথমে অনলাইন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। পরে শেষ পর্যন্ত সরাসরি উপস্থিত থেকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!