শীতের বার্তা নিয়ে হঠাৎ কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়

দেশের উত্তরের সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় হঠাৎ ঘন কুয়াশা নেমে এসেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে গ্রামের পথঘাট থেকে শহরের রাস্তাঘাট পর্যন্ত সবকিছুই আবছা হয়ে পড়েছে।

দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে কয়েক হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। অনেকেই মনে করেছিলেন, শীত হয়তো আগেভাগেই এসে গেছে। কিন্তু তখনও আবহাওয়া ছিল তুলনামূলক গরম। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, হঠাৎ কুয়াশা নামার মূল কারণ মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তবে এই কুয়াশা সারাদিন স্থায়ী হবে না; সকাল ৯টা বা ১০টার মধ্যে তা কেটে যাবে। তিনি এটিকে শীতের আগমনের একটি ইঙ্গিত হিসেবেও উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.৯ ডিগ্রি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!