বিনোদন প্রতিবেদক: বলিউডের সুপার গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি। ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা। চলতি বছরের জুলাইয়ে ঢাকায় আসেন হার্টথ্রব শিল্পা। বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠান মাতিয়ে গেলেন। কিন্তু আয়োজক সংস্থা মিরর মিডিয়া এন্ড প্রোডাকশন লিমিটেড শিল্পাকে ঢাকায় আনতে কর বিভাগ থেকে কোন অনুমতি নেয়নি। এমনকি জনপ্রিয় এই অভিনেত্রীকে দেয়া পারিশ্রমিক থেকে কোন কর দেয়া হয়নি। যার ফলে কর বিভাগ মিরর মিডিয়ার আয়কর ফাইল তলব আর সংস্থার সত্তাধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন। সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর কর আদায়ের প্রক্রিয়া চলছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, মিরর মিডিয়া এন্ড প্রোডাকশন লিমিটেডের ম্যাগাজিন ‘মিরর লাইফস্টাইল ও বিজনেস ম্যাগাজিন’। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২’ এর অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ জুলাই ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে (হোটেল শেরাটন) এই জমকালো অ্যাডওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্মি দুনিয়ার দ্বিতীয় তীর্থস্থানখ্যাত বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি।
সূত্র আরও জানায়, বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য অনুমতি চেয়ে গত ২২ মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করে মিরর মিডিয়া এন্ড প্রোডাকশন লিমিটেড। এরই প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রাণালয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামত চেয়ে ১ জুন চিঠি দেয়। এনবিআরের সঙ্গে আয়োজকদের আলোচনা চলমান অবস্থায় আয়োজকরা ২৭ জুলাই লিখিতভাবে অনুষ্ঠান স্থগিত হওয়ার বিষয়ে এনবিআরকে জানায়। কিন্তু কোনো রকম আয়কর প্রদান বা অনুমতি না নিয়েই ৩০ জুলাই শিল্পা শেঠির উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পা শেঠিকে কি পরিমাণ পারিশ্রমিক বা সম্মানি দেয়া হয়েছে এবং কর পরিশোধ করা হয়েছে কিনা-তা এনবিআরকে জানানো হয়নি। তদন্তে নেমে কর ফাঁকির প্রমাণ পায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ফাঁকি দেয়া কর আদায় চলমান রয়েছে বলে এনবিআরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এই বিষয়ে মিরর প্রোডাকশন লিমিটেডের সত্তাধিকারী শাজাহান ভূঁইয়া রাজু জানিয়েছেন বলেন, আমরা এনবিআরকে নয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে শিল্পা শেঠিকে এনেছি। আমাদের প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে অ্যাডওয়ার্ড অনুষ্ঠানে তাকে আনা হয়েছে। তিনি বলেছেন পারিশ্রমিক নেবেন না। আমরা হোটেল, বিমান ভাড়াসহ ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করেছি। আমরা বলেছি এই খরচের উপর ৩০ শতাংশ হারে কর দেবো। করফাঁকি হয়নি। তিনি বলেন, আমাদের ২০২২-২৩ করবর্ষের কোম্পানির করফাইল ক্লিয়ার। সিআইসি আমাদের ডেকেছে। বলেছে, কর অঞ্চল-৬-তে ট্যাক্স ক্লিয়ার করার জন্য। করোনার কারণে আমরা তিন বছর রিটার্ন দিতে পারিনি।
সূত্রমতে, ৩০ জুলাই রূপের ঝলক, নাচের কারুকাজ, অ্যাওয়ার্ড প্রদান ও নিজের ঝলমলে উপস্থিতিতে ঢাকা মাতালেন শিল্পা শেঠি। ‘মিরর বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২’ নামের এই আসরে দেশের স্বনামধন্য স্কিন কেয়ার ষ্পেশালিস্ট ও ভেনাস বাই ফিরোজার স্বত্বাধিকারী ফিরোজা হুদাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩টি সেরা পুরস্কার প্রদান করেন আসরের মধ্যমণি এই বলিউড সুপারস্টার। অনুষ্ঠানে শিল্পা শেঠি ছাড়াও ইভান শাহরিরায় সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন দেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও চিত্রনায়িকা পূজা চেরি। মনোজ্ঞ এই আসরে ষ্পন্সর করে দেশের ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহসান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী। এরপর একে একে প্রায় ২৫ জন সফল ব্যবসায়ীর হাতে ক্রেস ও সনদ তুলে দেন তিনি। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি।
###