ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীবরণ বা বিদায় জানাতে আসা মানুষের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, বিমানবন্দর চত্বরে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী ব্যবহার করেন। প্রতিদিন এখানে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। যাত্রীসংখ্যার এই চাপ বিবেচনায় নিয়েই নতুন নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।