শাহজালালের ব্লেন্ডারে ৩ কেজি সোনা, যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি ব্লেন্ডার মেশিনের ভেতরে লুকানো ৩ কেজি ২৮৯ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।গত মঙ্গলবার বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাসুদ করিম বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনো সোনার বার বা কোনো সোনা আছে কি না প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সোনা থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করেন।

এ অবস্থায় যাত্রী হাবিবুর রহমানের হ্যান্ডব্যাগ থেকে ২৯৯ গ্রাম ও বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৬টি স্বর্ণের পিণ্ডসহ মোট ৩,২৮৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরপূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!