‘শাটডাউন কর্মসূচি করুক, কোন বৈঠক হবে না’

অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৯ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মকর্তারা যদি শাটডাউন কর্মসূচি চালিয়ে যেতে চান, তা তাঁদের সিদ্ধান্ত।’ তিনি আরও জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়েছে। এমনকি ১ জুলাই বিকেল ৪টায় যেসব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, সেটি আদৌ হবে কি না, তা নিয়েও পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এনবিআর ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’

এদিকে উপদেষ্টার সঙ্গে বৈঠক না হওয়ার খবর জানার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বাশার বাদল বলেন, ‘অর্থ উপদেষ্টা বলেছেন, আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পরই আলোচনা হতে পারে। কিন্তু আমরা কর্মসূচি তুলে নিয়ে আবার কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়তে চাই না। এই ধরনের ষড়যন্ত্রে ঐক্য পরিষদ যুক্ত হবে না। চলমান কর্মসূচির মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে।’ এ পরিস্থিতিতে বিকেলে এক সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা না করেই ১২ মে মধ্যরাতে সরকার এনবিআরকে দুই ভাগ করে ‘রাজস্ব ব্যবস্থাপনা’ ও ‘রাজস্ব নীতি’ নামে দুটি স্বতন্ত্র বিভাগ হিসেবে অধ্যাদেশ জারি করে। এ অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআরের কর্মীরা কলমবিরতি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নামেন। আন্দোলনের সময়, ২২ মে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ বাস্তবায়নের বিষয়ে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!