শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে নোটিশ

** নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে বলেছেন আইনজীবী
** আড়ংয়ের শপিং ব্যাগের মূল্য নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন ক্রেতারা
** প্রতিটি ব্যাগ ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত নিচ্ছে আড়ং, ক্রেতাদের হয়রানি করতে ব্যাগের দাম নেয়া হচ্ছে বলে অভিযোগ

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজার বরাবর সোমবার (২৯ সেপ্টেম্বর) এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি আড়ংয়ের নিয়মিত ক্রেতা এবং প্রতিবার কেনাকাটার সঙ্গে প্রতিষ্ঠানটির লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতেন। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেটে কেনাকাটা শেষে বিল দেওয়ার সময় জানতে পারেন, আর কোনো ব্যাগ দেওয়া হচ্ছে না। পরে কর্মীদের কাছে জানতে চাইলে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে আড়ং কেনাকাটার সঙ্গে ফ্রি ব্যাগ দেওয়া বন্ধ করেছে। এখন থেকে ওই কাগজের ব্যাগগুলো গ্রাহককে আলাদাভাবে কিনতে হচ্ছে।

গ্রাহকদের এ সিদ্ধান্ত জানাতে বিল কাউন্টারে একটি লিফলেট রাখা হয়েছে, যেখানে লেখা— “আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ”। ব্যাগ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যবহার করা হবে, যা সবুজ ও টেকসই উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রচার করা হচ্ছে।

নোটিশে অ্যাডভোকেট নিশাত ফারজানা উল্লেখ করেন, সবুজায়নের উদ্যোগ প্রশংসনীয় হলেও সেটি আড়ংয়ের ব্যবসায়িক লাভ থেকে বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো এবং অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও এতে উৎসাহিত হতো। কিন্তু নিম্নমানের কাগজের শপিং ব্যাগ গ্রাহকদের কাছ থেকে মূল্য নিয়ে পরিবেশবান্ধব প্রচারণা চালানো আসলে এক ধরনের জোরপূর্বক আদায়, যা অসাধু ব্যবসায়িক মানসিকতার বহিঃপ্রকাশ।

নোটিশে বলা হয়, আড়ং দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। আড়ংয়ের দেওয়া ব্যাগ, যা বর্তমানে মূল্য বসিয়ে বিক্রি করছে, সেই কাগজের মান অত্যন্ত নিম্নমানের। ব্যাগগুলো রিসাইকেল পেপার, অর্থাৎ এই কাগজগুলো একবার ব্যবহৃত হওয়ার পর মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হয় এবং দ্বিতীয়বার ব্যবহার উপযোগী করা হয়। কিন্তু রিসাইকেল এই কাগজগুলো দিয়ে বানানো ব্যাগ, কেনাকাটার শেষে বাসায় আসার পরপরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সুতরাং, এ মানের কাগজের ব্যাগগুলো টেকসই না হওয়ার কারণে মূল্য দিয়ে আড়ৎ থেকে কিনতে হবে, এ বিষয়টি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং বিশাল গ্রাহক গ্রুপের জন্য এক ধরনের হতাশার সৃষ্টি করে।

ব্যাগের মূল্যে সংযোজনের আগে যদি আড়ং তাদের ব্যাগে আধুনিকতা ও সৃজনশীলতার ছাপ রাখত, তবে ক্রেতারা তা মূল্য দিয়ে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু বর্তমানে যে ব্যাগ দেওয়া হচ্ছে, সেখানে কেবল আড়ংয়ের লোগোই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, একজন ক্রেতা টাকা দিয়ে ব্যাগ কিনছেন, আবার সেটিই প্রতিষ্ঠানের প্রচারণার বাহন হচ্ছে—যেখানে নতুনত্ব বা সৃজনশীলতার কোনো ছাপ নেই। বিষয়টি ভোক্তাকে বাধ্য করার শামিল এবং আড়ংয়ের প্রচারণা অনৈতিক বলেই মনে হচ্ছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি Reusable Fabric Bags নামে নতুন এক ধরনের ব্যাগ চালু করেছে, যার দাম তুলনামূলক বেশি। এগুলোর আকার এমন যে একটি ব্যাগে একটি পণ্যই রাখা যায়। ফলে একাধিক পণ্য কিনলে গ্রাহককে আলাদা আলাদা ব্যাগ নিতে হচ্ছে, যা সাধারণ আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ভোক্তাদের মতামত নেওয়ার আগে এ ধরনের সংস্করণ চালু করা উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। বর্তমানে আড়ংয়ের বিভিন্ন আউটলেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের অসন্তোষ প্রকাশ পাচ্ছে।

আড়ং ব্র্যান্ডটি সবার কাছে জনপ্রিয়। পরিবারের বিভিন্ন কেনাকাটা বা উপহার প্রদানের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। তবে আড়ংয়ের বর্তমান কাগজের শপিং ব্যাগ টেকসই নয় এবং এতে কোনো সৃজনশীলতার ছাপ নেই। এমন ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ করা উচিত এবং ফ্রিতে প্রদান করা উচিত। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের কার্যক্রম পরিবেশ সচেতনতা হিসেবে দেখা যায় না, বরং এটি অস্বচ্ছ ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণার পরিচয় বহন করে। নোটিশে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ না করলে বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ দায়ের করা হবে।

অপরদিকে, আড়ং ক্রেতা থেকে প্রতিটি ব্যাগ ১০ থেকে ৩০ পর‌্যন্ত নিচ্ছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিরূপ প্রতিক্রিয়া ও নৈতিকবাচক মন্তব্য করে আসছেন ক্রেতারা। আড়ং এর অতিরিক্ত মুনাফার লোভ ও ক্রেতাদের ঠকাতে ব্যাগের মূল্য নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

** ভ্যাট ফাঁকিতে ব্র্যাকের আড়ং

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!