চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনাল নির্মাণে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৃহস্পতিবার (৮ মে) সকালে লালদিয়া চর ও বে টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বন্দরও ঘুরে দেখেন।
তিনি বলেন, ‘আমাদের দেশে বার্ষিক এফডিআই ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয়। একটি প্রকল্প থেকেই যদি ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসে, তবে তা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিডা’র পক্ষ থেকে আমরা এই প্রকল্পের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন শেষে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ঢাকা আমাদের রাজনৈতিক রাজধানী, আর চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী। তিনি আরও বলেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন লক্ষ্য অর্জনে চট্টগ্রামই মূল কেন্দ্র। অর্থনৈতিক অগ্রগতির জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার ভাষ্য অনুযায়ী, দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রতিটি সরকারের শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষ করে চট্টগ্রামে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্বমানের টার্মিনাল গড়ে তোলা জরুরি, যা সামগ্রিকভাবে দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে বড় অবদান রাখবে।
লালদিয়ার চরে প্রায় ৮০০ মিলিয়ন ডলার পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে এবং এতে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ এসেছে। সরকার বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায়। লালদিয়াকে একটি গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হবে, যেখানে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এই প্রকল্প আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।