লাইফ জ্যাকেট থেকে ৬.৯৬ কেজি স্বর্ণ উদ্ধার

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের লাইফ জ্যাকেট থেকে ৬ দশমিক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক মূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা। রোববার (২৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই বিমান থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দার উপপরিচালক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংক হতে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে-কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক এমন তথ্য পায়। এরই প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তা-কর্মচারীরা সর্তকর্তামূলক অবস্থান নেয়। বিকেল ৩টা ৫০ মিনিটে ব্যাংকক হতে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিএস-২১৮ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
CIID Gold Photo

বিমানের সকল যাত্রী নেমে গেলে বিমানটি তল্লাশি করা হয়। তথ্যানুযায়ী বিমানের ১৪এ এবং ১৫এ সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের ও কালো রংয়ের স্কচট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিলের অস্তিত্ব পায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে বান্ডিল দুটি গ্রীণ চ্যানেলে আনা হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তা খোলা হয়। এতে ৬০ পিস স্বর্ণবার পাওয়া যায়, যার প্রতি পিসের ওজন ১১৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর মোট ওজন ৬ দশমিক ৯৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা। এসময় কাউকে আটক করা যায়নি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট সি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীদের তৎপরতা ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!