যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরীর নামে সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে। এসব সম্পদের মোট মূল্য প্রায় তিন কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা।
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পনিজ হাউসের তথ্য অনুযায়ী, আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রনি ৪২ লিমিটেড’-এ ১৯ সেপ্টেম্বর বড় পরিবর্তন ঘটে। সেদিন আনিসুজ্জামান পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিরিয়েভ প্রতিষ্ঠানটির পরিচালক হয়ে একক নিয়ন্ত্রণ নেন। পরবর্তীতে কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’।
২০১৯ সালের ২২ আগস্ট ‘রনি ৪২ লিমিটেড’ নিবন্ধিত হয়। নাম পরিবর্তন হলেও কোম্পানির নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রি ও কোম্পনিজ হাউসের নথি অনুযায়ী, কোম্পানিটির নামে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে একটি ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ৯১ লাখ পাউন্ডে (প্রায় ১৪৭ কোটি টাকা) কেনা হয়। অপরটির ক্রয়মূল্য ও তারিখ নথিতে নেই। লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার পার্ক ক্রিসেন্টে অবস্থিত বিলাসবহুল এই দুটি অ্যাপার্টমেন্টের বর্তমান বাজারমূল্য দুই কোটি পাউন্ডের বেশি। সিঙ্গাপুরভিত্তিক ডিভিএস ব্যাংকের কাছে এগুলো বন্ধক রাখা হয়েছে।
কোম্পানিজ হাউসের তথ্যানুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর ইমরানা জামান চৌধুরী তাঁর নামে থাকা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জিএস এসপিভি ওয়ান লিমিটেডের সব শেয়ার ছেড়ে দিয়েছেন। একই দিনে তিনি কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
কোম্পানিটির এক হাজার শেয়ারের মধ্যে ইমরানা জামান চৌধুরীর দখলে ছিল ৫০০ শেয়ার, যা ৫০ শতাংশ মালিকানা নির্দেশ করে। বাকি ৫০ শতাংশ শেয়ার ছিল নাদিয়া মমিন ইমামের নামে। কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, ইমরানা জামান তাঁর সব শেয়ার নাদিয়া মমিন ইমামের কাছে হস্তান্তর করেছেন। ফলে বর্তমানে নাদিয়া মমিন ইমাম কোম্পানির একক শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক মালিক।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন ও কোম্পানিজ হাউস থেকে পাওয়া তথ্যমতে, এই কোম্পানির মালিকানায় লন্ডনের গ্রসভেনর স্কয়ারের পাশে গিলবার্ট স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এটিই এই কোম্পানির মূল সম্পদ। এই সম্পদ ২০২২ সালের ১৫ জুলাই ৯৫ লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল।
গত জুলাইয়ে লন্ডনের অভিজাত এজোয়ার রোডের কাছে আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি বিলাসবহুল আধুনিক অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া যায়। উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত ‘ওয়েস্টমার্ক টাওয়ার’-এর এই অ্যাপার্টমেন্টের মূল্য ১৬ লাখ ৬ হাজার ৪৫০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকা সমান।
** এক হিসাবেই ৬৫১ কোটি পাচার করেছেন জাবেদ
** জাবেদের চেক দিয়ে ১.৭৫ কোটি টাকা উত্তোলন, আটক
** জাবেদের অবৈধ সম্পদের ২৩ বস্তা রেকর্ডপত্র জব্দ
** কাদির মোল্লার থেকে ৫২ কোটি ঘুস নেন জাবেদ
** ১২০০ কোটি পাচার: স্ত্রীসহ জাবেদের বিরুদ্ধে মামলা
** ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
** যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ বিক্রি হচ্ছে
** ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ
** সাইফুজ্জামানের বিশ্বে ৭৫০০ কোটি টাকার সম্পদ
** সাইফুজ্জামান চৌধুরীর জন্য কর্ণফুলী টানেল!
** সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
** যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রীর
** বাংলাদেশি রাজনীতিকের বৈশ্বিক সম্পত্তির সাম্রাজ্য