রোজার আগে ছোলা-খেজুর বিক্রি শুরু টিসিবির

রমজানকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।আজ সোমবার ঢাকা ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন।তিনি বলেন, “আজ সকাল ১০টা থেকেই টিসিবির ট্রাকসেল শুরু হয়েছে। আগামীকাল খুলনায় বাণিজ্য উপদেষ্টা কার্যক্রমের উদ্বোধন করবেন।”

চট্টগ্রামের হাটহাজারীর টিসিবির ডিলার এস এম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই ট্রাকসেল শুরু হয়েছে। আমাদের গাড়িগুলো ইতোমধ্যেই পণ্য নিয়ে বের হয়ে গেছে।”

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা; প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে টিসিবি।

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবি ২৪ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রাকে পণ্য বিক্রি শুরু করে, যা ৩১ ডিসেম্বর বন্ধ হয়। ৪০ দিন পর আবার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবার টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছে, আর কার্ডবিহীনরা ট্রাকসেল থেকে কিনতে পারবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!