রেটোয়া’র সভাপতি অসীম কুমার মহাসচিব ওয়াহিদ হোসেন

বার্তা প্রতিবেদক: অসিম কুমার রায়কে সভাপতি ও মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে মহাসচিব করে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রেটোয়া) এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) ট্যাকসেস ক্লাবে ২০১৯, ২০২০ ও ২০২১ বর্ষের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় বিপুল সংখ্যক আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি হারুন-উর-রশীদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সহ-সভাপতি এ এস জহির মোহাম্মদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মকবুল আহমেদ (মহাসচিব বদিউল ইসলাম এর মৃত্যুতে)।

RETOYA 02

পবিত্র কোরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। বিগত বছরসমূহে যে সকল সদস্য মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সচিব এ টি এম আতাউর রহমান। অ্যাসোসিয়েশন এর মহাসচিব ও কোষাধ্যক্ষ প্রতিবদন পেশ করেন। বিগত ২০১২ সালে রেটোয়া গঠনের পর হতে বর্তমান সভাপতি দীর্ঘ ১০ বছর এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত অসুস্থতাজনিত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় সভায় উপস্থিত সকলের সন্মতিতে অসীম কুমার রায়কে সভাপতি এবং মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন-সহসভাপতি জহির মোহাম্মদ, যুগ্ম মহাসচিব কাজী এমদাদুল হক, কোষাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান আজাদ। নির্বাহী সদস্যরা হলেন-সিদ্দিক হোসেন চৌধুরী, আহমেদ আলী, আবদুর রাজ্জাক, শোয়েব আহমেদ, মকবুল হোসেন, মো. রেজাউল করিম চৌধুরী, বজলুল কবির ভূইয়া ও আব্দুল ওহাব। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজের আয়োজন করা হয়। সবশেষে সভাপতি নতুন কমিটির সাফল্য কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!