কোম্পানি-ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের সময় বাড়লো

ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে। ফলে ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। একইসঙ্গে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়ও একমাস বাড়ানো হয়েছে। ফলে কোম্পানি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কর আইন-১) কর নীতি উইং এইচ এম শাহরিয়ার হাসান সই করা পৃথক আদেশ জারি করা হয়েছে। ব্যক্তিশ্রেণির করদাতা ও ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বিষয়ে আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপধারা (খ) প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি পর্যসন্ত নির্ধারণ করলো।
নং ১৬৭ ব্যক্তি করদাতা page 001
সূত্রমতে, আয়কর আইন অনুযায়ী করদিবস হলো ৩০ নভেম্বর। ব্যক্তিশ্রেণির করদাতারা জরিমানা ছাড়াই প্রতিবছর ৩০ নভেম্বর পর্যান্ত রিটার্ন দাখিল করতে পারেন। ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় শেষ হওয়ার আগেই রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বৃদ্ধি করে এনবিআর। ১৭ ডিসেম্বর এনবিআর থেকে সময় বৃদ্ধির আদেশ জারি করা হয়। সে অনুযায়ী রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। এর এক সপ্তাহ আগে এনবিআর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছে।

অপরদিকে, কোম্পানি করদাতাদের জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময় ১৫ জানুয়ারি শেষ হয়। এবার কোম্পানি করদাতাদেরও রিটার্ন দাখিলের সময় শেষ হওয়ার আগেই একমাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যরন্ত কোম্পানি করদাতারা জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবে। উল্লেখ্য, ২০২৩-২৪ করবর্ষে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ২০২৩ সালের ২৩ জুন পর্যকন্ত বাড়ানো হয়েছিলো।
নং ১৬৬ কোম্পানী করদাতা page 001
কোম্পানি করদাতাদের আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপধারা (ক) ক্ষমতাবলে আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি পর্যরন্ত নির্ধারণ করলো।

আয়কর বিভাগের একজন কর্মকর্তা বিজনেস বার্তাকে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার ক্রাইসিস, বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়ী ক্ষতির মধ্যে রয়েছে। এ ছাড়া দেশে রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, ব্যবসায় মন্দার কারণেও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এসব বিবেচনায় কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আর চলতি করবর্ষে অনেক করদাতার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ফরমেটে রিটার্ন দাখিল করতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে অনেক করদাতা জানিয়েছেন। এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণেও অনেকে রিটার্ন দাখিল করতে পারেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যক্তিশ্রেণির করদাতাদেরও রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে।

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো
যে ৪৩ সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে
নিবন্ধন ১০ লাখ, ই-রিটার্ন ২ লাখ ছাড়িয়েছে
অনলাইনে যাদের বাধ্যতামূলক, তাদের ম্যানুয়াল রিটার্ন নেবে না এনবিআর
অনলাইনে প্রতিদিন ২৮৪০ রিটার্ন দাখিল হচ্ছে
অনলাইনে রিটার্ন দাখিলে নোবিপ্রবিতে সেমিনার
চার শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অনলাইন রিটার্ন ‘বাধ্যতামূলক’
অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন
২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন
অনলাইনে প্রতিদিন ২০০০ আয়কর রিটার্ন দাখিল হচ্ছে
৯ সেপ্টেম্বর থেকে ই-রিটার্ন দেওয়া যাবে
আয়কর পরিশোধের খরচ কমেছে
বিদেশে ভরপুর সম্পদ, আয়কর নথিতে নেই
ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!