রাজস্ব ঘাটতি ৫১ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৫১ হাজার কোটি টাকা। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করেছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা, যেখানে লক্ষ্য ছিল ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা। এ বছর এনবিআরকে সংশোধিত ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছে, যা মূলত ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা ছিল।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে সাময়িকভাবে এ তথ্য পাওয়া গেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। এছাড়া, অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের শ্লথগতিও রাজস্ব আদায়ের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-জানুয়ারি মাসে আমদানি, ভ্যাট ও আয়কর—এই তিন খাতের মধ্যে কোনোটিতেই সাত মাসের লক্ষ্য পূরণ হয়নি। জুলাই-জানুয়ারি সময়ে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে আয়কর খাতে। এই খাতে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৩৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৬৪ হাজার ৬৪ কোটি টাকা, ফলে আয়কর খাতে ২৪ হাজার ৩৩১ কোটি টাকার ঘাটতি হয়েছে।

অন্যদিকে, সাত মাসে আমদানি খাতে ৭০ হাজার ৫১২ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৫৮ হাজার ২১০ কোটি টাকা আদায় হয়েছে, যার ফলে ১২ হাজার ৩০২ কোটি টাকার ঘাটতি হয়েছে। একই সময়ে, ভ্যাট খাতে ৭৩ হাজার ৫৬৬ কোটি টাকা আদায় হয়েছে, যেখানে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৮ কোটি টাকা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!