শুল্ক-করের অভিজ্ঞ ব্যক্তি হবেন সচিব, সংশোধনী অধ্যাদেশ

বহুল আলোচিত রাজস্ব খাত সংস্কারের সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এটি প্রকাশ করা হয়। নতুন অধ্যাদেশে অন্যতম সংশোধনী হলো রাজস্বনীতি বিভাগে রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাকে সচিব করা হবে। এটি ‘রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ নামে পরিচিত হবে। আগের অধ্যাদেশ থেকে মোট ১১টি সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১২ মে জারি হওয়া রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাস আন্দোলন চালান। জুন মাসের শেষ দিকে দেশের শুল্ক-কর কার্যালয়গুলিতে কাজ স্থগিত হয়ে যায়। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করা হয়। আন্দোলনের জেরে বর্তমানে এনবিআরে বরখাস্ত, বদলি ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাদেশটি সংশোধনের জন্য ২৯ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশটি সংশোধন করা হয়েছে।

রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫–এ বলা হয়েছিল, সরকার উপযুক্ত যোগ্য সরকারি কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব পদে নিয়োগ দেবে। সংশোধনের মাধ্যমে এখন বলা হয়েছে, সরকার সামষ্টিক অর্থনীতি, বাণিজ্যনীতি, পরিকল্পনা, রাজস্বনীতি বা রাজস্ব ব্যবস্থাপনায় অভিজ্ঞ কোনো সরকারি কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দিতে পারবে।

মূল অধ্যাদেশে বলা হয়েছিল, সরকার রাজস্ব আহরণ কাজে অভিজ্ঞ যোগ্য সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। সংশোধনীর মাধ্যমে এখন বলা হয়েছে, সরকার এমন কর্মচারীকে সচিব পদে নিয়োগ দেবে। এছাড়া, ওই দুই বিভাগে জনবল নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের নিয়োগ নিশ্চিত করা হবে।

** রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন
** রাজস্ব খাত নিয়ন্ত্রণ করবেন রাজস্ব কর্মকর্তারা
** এনবিআর দুই ভাগ হচ্ছে, ঈদের আগেই অধ্যাদেশ
** এনবিআর পৃথক করার খসড়া অধ্যাদেশ অনুমোদন
** খসড়া অধ্যাদেশ নিয়ে কর্মকর্তাদের অসন্তোষ, কর্মসূচি
** ‘খসড়া অধ্যাদেশ’ বাতিলসহ চার দাবি কর ক্যাডারদের
** বিলুপ্তিতে আপত্তি, খসড়া অধ্যাদেশ বাতিলে অনড়
** এনবিআর বিলুপ্ত, মতামত ছাড়াই অধ্যাদেশ জারি
** এনবিআর বিলুপ্ত: অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
** অধ্যাদেশ বাতিলের দাবি: একমত আন্তঃক্যাডার পরিষদ
** অধ্যাদেশ সংশোধন করে এনবিআর ভাগ হবে: অর্থ মন্ত্রণালয়
** এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বৈধতার রিট খারিজ
** অধ্যাদেশ এক সপ্তাহের মধ্যে সংশোধন হতে পারে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!