চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই দুই মাসে রাজনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে রাজস্ব আদায়ে। ব্যবসা-বাণিজ্য মন্দা থাকায় কাঙ্খিত রাজস্ব আদায় হয়নি। ফলে এই দুই মাসে রাজস্ব আদায় আগের অর্থবছরের দুই মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ কমেছে। আর এই জুলাই-আগস্টে লক্ষ্যমাত্রার বিপরীতে ২৬ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্যিক পরিবেশের ক্ষতি হয়েছে। অনেক শিল্প বন্ধ থাকার পাশাপাশি পুরো শিল্প খাতে অস্থিরতা বিরাজ করেছে। সে কারণে উৎপাদন ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে অর্থবছরের প্রথম দুই মাসের রাজস্ব আহরণ কমে গেছে। তবে অর্থবছরের বাকি সময়ে আর্থিক খাতে শৃংখলা ফিরিয়ে আনতে পারলে এখনও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। আগে এনবিআরের পারফর্মেন্স দেখানোর জন্য রাজস্ব আদায়ের অংশ ফুলিয়ে ফাঁপিয়ে অতিরিক্ত অর্থ আদায় দেখানো হতো। যার কারণে অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে গরমিল দেখা দিত। এখন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে, তা সরকারের চূড়ান্ত হিসাব ব্যবস্থা আইবিএএস++ এর সঙ্গে সমন্বয় করে তথ্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই হিসাব ব্যবস্থায় আদায় দেখানোর পর আর পরিবর্তনের কোনও সুযোগ নাই। অর্থাৎ এটাই চূড়ান্ত হিসাব।
এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এনবিআরের আওতায় মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২ হাজার ১০৬ কোটি ৫৪ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪৭ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম দুই মাসে আদায় হয়েছিল ৪৭ হাজার ৫৬২ কোটি টাকা। এই আদায় চলতি অর্থবছরের দুই মাসের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৬ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ১৭৫ কোটি ৫৯ লাখ টাকা। বিগত সরকার চলতি অর্থবছরের বাজেটের জন্য রাজস্ব বোর্ডের আওতায় চার লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআরকে। গত অর্থবছর ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করার কথা জানানো হয়েছিল।
এনবিআরের তথ্য অুনযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে শুল্ক খাত থেকে আদায় হয়েছে ১৪ হাজার ৪৮৫ কোটি টাকা। এই খাত থেকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৯ শতাংশের কিছু বেশি। গত অর্থবছরের প্রথম দুই মাসে এই খাত থেকে আদায় হয়েছিল ১৬ হাজার ৭৪ কোটি টাকা। আর প্রথম দুই আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৯০ কোটি টাকা। গেল দুই মাসে আয়কর খাত থেকে আদায় হয়েছে মাত্র ১১ হাজার ৫৯৩ কোটি টাকা। এই আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে খাতটি থেকে আদায় হয়েছিল ১৩ হাজার ২২৪ কোটি ৭৫ লাখ টাকা। আর চলতি অর্থবছরে প্রথম দুই মাসে এই খাত থেকে আদায়ের লক্ষ্য ছিল ১৮ হাজার ৬৩৪ কোটি ৭৫ লাখ টাকা। দেশে রাজস্ব আহরণের সবচেয়ে বড় খাত মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে আদায় হয়েছে ১৬ হাজার ২৮ কোটি টাকা। এই আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম দুই মাসে এই খাত থেকে রাজস্ব আদায় হয়েছিল ১৮ হাজার ২৬২ কোটি টাকা।
এ বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা বিজনেস বার্তাকে বলেন, রাজস্ব আদায় বাড়বে না কমবে তা নির্ভর করে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। অর্থবছরের প্রথম দুই মাস রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দেশে সর্বক্ষেত্রে যে অস্থিরতা ছিল, তাতে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তা খারাপ বলা যাবে না। সরকার যে রাজস্ব আহরণসহ আর্থিক খাতের সকল স্তরে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন করা গেলে অর্থবছরের বাকি সময়েই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।