রমজানে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে ৩৯ শতাংশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৯ ধরনের ভোগ্যপণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর-জানুয়ারি সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ছোলার আমদানি বেড়েছে ৬৪ শতাংশ, খেজুর ২৩ শতাংশ, চিনি ২০ শতাংশ এবং সয়াবিন তেল ৩৪ শতাংশ। সার্বিকভাবে, এ ৯টি পণ্যের আমদানিতে গড়ে ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

পণ্যগুলো হলো চিনি, সয়াবিন তেল, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুর। এর মধ্যে ছোলা ও মটর ডালের আমদানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এই প্রবৃদ্ধি বাজারে সরবরাহব্যবস্থা স্বাভাবিক ও পণ্যের মূল্য সহনীয় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ জমার হার নির্ধারণ ও বিলম্বে আমদানি বিল পরিশোধের সুযোগ দেওয়ায় কারণে এসব পণ্যের আমদানিতে আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের।

বাংলাদেশ ব্যাংক গত ১১ নভেম্বর এক প্রজ্ঞাপন জারি করে ১১ ধরনের ভোগ্যপণ্যের আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দেয়। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির লেনদেন সহজ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, ৬ নভেম্বরের আরেকটি প্রজ্ঞাপনে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন নির্ধারণের সুযোগ দেওয়া হয়, যেখানে শূন্য মার্জিনেও এসব পণ্যের ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে চিনি আমদানি হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩৪ মেট্রিক টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। একই সময়ে সয়াবিন তেলের আমদানি ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৮ হাজার ২৫২ মেট্রিক টনে। ডালজাতীয় পণ্যের আমদানি ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৩৭ মেট্রিক টন।

ছোলা আমদানি ৬৪ শতাংশ বেড়ে ৯৭ হাজার ৫৫৫ মেট্রিক টনে পৌঁছেছে, আর খেজুরের আমদানি ২৩ শতাংশ বেড়ে হয়েছে ১৪ হাজার ৪২০ মেট্রিক টন। আলোচ্য সময়ে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে মটর ডালের ক্ষেত্রে, যার আমদানি দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৪৫ মেট্রিক টনে।

এ ছাড়া, পেঁয়াজের আমদানি ২ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ৮০ হাজার ৬১১ মেট্রিক টন, রসুনের আমদানি ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬১ হাজার ৩৮১ মেট্রিক টন, এবং আদার আমদানি ৫৬ শতাংশ বেড়ে ৫২ হাজার ৫১৫ মেট্রিক টনে দাঁড়িয়েছে।

**বাজারে ছোলার আমদানি বেড়েছে, দাম কমার সম্ভাবনা
**রমজান ঘিরে পণ্যের আমদানি বেড়েছে
**শুল্ক ছাড়ে খেজুরের দাম কমেছে, বিপাকে সিন্ডিকেট
**ভোজ্যতেল বিক্রিতে শর্ত আরোপ করলে কঠোর শাস্তি
**রমজানে অতিরিক্ত পণ্য আমদানি হলেও কমছে না দাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!