বাংলাদেশের পণ্য রপ্তানি চার মাস ধরে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। জানুয়ারিতে ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭% বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার পরিসংখ্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারিতে দেশ থেকে মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি এর আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়,২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি আয়ে কিছু পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং কিছু পণ্যের রপ্তানি কমেছে। তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে, তবে চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। তৈরি পোশাক খাত, যা রপ্তানি আয়ের ৮০% এর বেশি নিয়ে আসে, জানুয়ারিতে ৫.৫৭% প্রবৃদ্ধি দেখিয়েছে, ফলে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিও প্রায় একই পরিমাণে বেড়েছে।
ইপিবির তথ্যানুসারে, কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে গত জুলাই ও আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি কম ছিল। তবে, সেপ্টেম্বরে ১৬% প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি ৩৮৬ কোটি ডলারে পৌঁছায়। অক্টোবরে ১৮.৬৮% প্রবৃদ্ধি এবং নভেম্বরে ১৪.৫% প্রবৃদ্ধি অর্জিত হয়, যার পরিমাণ ছিল যথাক্রমে ৪১৩ কোটি ও ৪১১ কোটি ডলার। ডিসেম্বরে ৪১১ কোটি ডলারের রপ্তানি ১৮% প্রবৃদ্ধি নিয়ে সম্পন্ন হয়।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ২ হাজার ৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৬৬ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ।
চামড়া ও চামড়াজাত পণ্যকে পেছনে ফেলে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৬৭ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০.৫% বেশি। জানুয়ারিতে ৭ কোটি ৮৩ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়, যার প্রবৃদ্ধি ছিল ২১.৩৫%।
চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে ৬৬ কোটি ৯০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ৮% বেশি। তবে জানুয়ারিতে ৯ কোটি ডলারের চামড়া পণ্য রপ্তানি হয়, যা আগের বছরের জানুয়ারির তুলনায় প্রায় ৫% কম।