রপ্তানি আয়ের ১০% সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংক রপ্তানির বিপরীতে অগ্রিম আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে। রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো এবং রপ্তানি বাণিজ্য সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনার অধীনে, রপ্তানিকারকের কাছে অবশ্যই নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার সম্পাদনের যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এছাড়া, অগ্রিম পাওয়া অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে। একই সঙ্গে ব্যাংকিং তদারকির মাধ্যমে নিয়ম-নীতি মেনে চলা নিশ্চিত করবে।

** আমদানির জন্য অগ্রিম অর্থ পাঠানো সহজ হলো

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!