রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছর

চলতি ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩.৫০ বিলিয়ন ডলার বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার।

সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৭.৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার ৭৫০ কোটি টাকা। এর তুলনায় এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬ বিলিয়ন ডলার বা ৬০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!