যে স্কুলে ৩২০ জনের সবাই পেয়েছে জিপিএ-৫

নরসিংদীর ভেলানগরে অবস্থিত নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। মফস্বল শহরের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৩২০ শিক্ষার্থীর সবাই শতভাগ পাস এবং জিপিএ-৫ পেয়েছে। এমন অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং পুরো জেলার জন্যই গর্বের। মানসম্মত শিক্ষা, নিবিড় পরিচর্যা ও সুশৃঙ্খল পরিচালনার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ই এই সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের প্রেরণা আবদুল কাদির মোল্লা স্যার, যাঁর সময়োপযোগী দিকনির্দেশনায় আমরা ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারছি। এই অর্জনের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রমও রয়েছে।

GPA 5 1

প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জনসহ মোট ৩২০ শিক্ষার্থী অংশ নেয়। সবাই শতভাগ পাস ও জিপিএ-৫ অর্জন করে। ১০ জুলাই ফল প্রকাশের পর বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আনন্দে মেতে ওঠেন। এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো নরসিংদী।

এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম। শুধুমাত্র পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য হোম ভিজিট, গাইড টিচার ও বিশেষ ক্লাসসহ নানা ধরনের সহায়ক ব্যবস্থা গড়ে তুলেছে। যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে পিছিয়ে, তাদের জন্য রয়েছে আলাদা নজরদারি ও অতিরিক্ত সহযোগিতা। ফলে প্রতিটি শিক্ষার্থী সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, শতভাগ পাস ও দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের প্রতিষ্ঠান। সারাদেশের ফল বিশ্লেষণ করলে এটি নিঃসন্দেহে শীর্ষস্থানীয়। মফস্বল শহরে মানসম্মত শিক্ষা দেওয়ার অঙ্গীকার থেকেই আমি ও আমার স্ত্রী নাছিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখব। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমই এই সাফল্যের মূল শক্তি।

GPA 5 2

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রায় প্রতি বছরই শতভাগ পাস ও জিপিএ-৫ অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে। নরসিংদীর ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও তাঁর স্ত্রী নাছিমা বেগমের নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে ১৬৪ জন দক্ষ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫ হাজার ৫০০।

শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও একাডেমিক মান ধরে রাখায় নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের সুনাম জেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। একদিকে প্রযুক্তিনির্ভর পাঠদান, অন্যদিকে মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার যুগপৎ প্রয়াস প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে।

**জিপিএ–৫ পেয়েছে ১৩৯০৩২ জন, এগিয়ে ছাত্রী
**এসএসসিতে পাশ ৬৮.৪৫%, কমেছে জিপিএ-৫

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!