যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার কার্যকর আজ থেকে

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার আজ ৭ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। এর ফলে পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক দিতে হবে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য চূড়ান্ত শুল্কহার ঘোষণা করেন। এতে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনার পর বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা আসে। গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে জুলাইয়ে কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়।

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ১৬.৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এখন অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপের ফলে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৩৬.৫ শতাংশে। তবে এই হার বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ভিন্নভাবে প্রযোজ্য হবে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। বাংলাদেশ যে সকল পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তার মধ্যে ৮৬ শতাংশের বেশি গার্মেন্ট পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ গার্মেন্ট পণ্য রপ্তানি করেছে ৭.৫৪ বিলিয়ন বা ৭৫৪ কোটি ডলার মূল্যের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!