যাত্রীর হ্যান্ডব্যাগে মিললো কোটি টাকার সোনা

বার্তা প্রতিবেদক: দুবাই ফেরত এক যাত্রীর হ্যান্ডব্যাগে মিললো সাতটি সোনার বার। সঙ্গে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। মোট প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই স্বর্ণসহ যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বিজনেস বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীদের বাড়তি নজরদারি করা হয়। সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিজি১৪৮ অবতরণ করে। পরে বিমানটি রামেজিং (তল্লাশি) করা হয়। তথ্যানুযায়ী ওই বিমানে আগত শহিদুল ইসলাম নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে সাতটি সোনার বার (১১৬ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। আটক করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। শহিদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকোরিয়া। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

***

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!