## যাত্রীর ব্যাগ থেকে ৯ কেজি সিসা জব্দ
বার্তা প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর শরীর থেকে এক কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া যাত্রীর ব্যাগ থেকে ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ওই সোনাসহ যাত্রীকে আটক করেছেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরচালানের তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। বিষয়টি আমাদের অবহিত করার পর অতিরিক্ত মহাপরিচালকের নির্দেশনায় বিমানবন্দরে সর্তক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-১৪৮ বিমান দুবাই হতে শাহ আমানতে অবতরণ করে। তথ্যের ভিত্তিতে বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।
এ সময় মো. মাসুদ রানা নামের এক যাত্রীকে তল্লাশি করে তার বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ২৪৫ গ্রাম। আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ জেজি সিসা বার ও কয়েকটি আইফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় যাত্রী মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বাড়ি ইসলামপুর জামালপুর। আটক সোনা, সিসা ও মোবাইল কাস্টমস গুদামে জমা ও আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান একেএম সুলতান মাহমুদ।
###