যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার সোনা, আইফোন, মদ (ভিডিও)

বার্তা প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত ফেরত এক যাত্রীর ব্যাগ থেকে কোটি টাকার সোনা, আইফোন ও মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ওই যাত্রীকে আটক করেন। যাত্রীর নাম মিজানুর রহমান। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। কাস্টমস গোয়েন্দার উপপরিচালক একেএম সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এক যাত্রী সোনার বার নিয়ে আসবে-তাদের কাছে এমন গোপন খবর ছিলো। এই তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার বিমানবন্দর টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। সকাল সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করেন। পরে তথ্যানুযায়ী, ফ্লাইটে আগত যাত্রী মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ছয়টি স্বর্ণবার, ১২টি চুড়ি এবং ১২টি লকেট জব্দ করা হয়। যার মোট ওজন প্রায় এক কেজি (৯৯৯ গ্রাম)। আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

তিনি আরো জানিয়েছেন, যাত্রীর ব্যাগ থেকে ১৯টি আইফোন জব্দ করা হয়। এ ছাড়া যাত্রীর লাগেজ তল্লাশি করে বিদেশি মদ, বিয়ার, সিগারেট এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য এক কোটি টাকা। পরে যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে থানায় সোপর্দ করা হবে বলে জানান একেএম সুলতান মাহমুদ।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!