মৌসুমি বায়ু সক্রিয়, বৃষ্টি বাড়ার সম্ভাবনা

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় অবস্থায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিতে রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুরের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

** ঝড়-বৃষ্টির আভাস, বন্দরে সতর্ক সংকেত
** চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, বন্দরে সতর্ক সংকেত
** মৌসুমি বায়ু জোরদার, চলবে চারদিন ভারী বৃষ্টি
** দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
** আবারও লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা
** আরও টানা ৫ দিন বৃষ্টির আশঙ্কা, বাড়বে তাপমাত্রা
** ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
** সাগরে লঘুচাপ সৃষ্টি, বৃষ্টি বাড়ার শঙ্কা
** ভারী বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
** ছয় বিভাগে বৃষ্টি হতে পারে
** সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
** বৃষ্টির সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা
** সাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
** আগস্টে বন্যা ও মৃদু তাপপ্রবাহের আভাস
** নিম্নচাপে ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
** তীব্র গরমের আভাস, নেই বৃষ্টির সম্ভাবনা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!