মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সূচনা ফাউন্ডেশন দুর্নীতি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নাম আসায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন। আবেদনে মেঘনা গ্রুপ ও একাত্তর মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। উল্লেখ্য, একাত্তর মিডিয়া লিমিটেড বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অংশীদার।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুলসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও রাষ্ট্রীয় অর্থের ক্ষতি ও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তার অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে বলা হয়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট মোস্তফা কামাল তাঁর পরিবারসহ দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। তিনি দেশ ছাড়লে চলমান অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাঁর বিদেশ যাত্রা ঠেকানো জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

**পরিবারসহ মোস্তফা কামালের ব্যাংক হিসাব জব্দ
**ফাঁকি-পাচার আয়কর ও ভ্যাট গোয়েন্দাকে তদন্তের সুপারিশ
**৭১ টিভি মালিকের আমার দেশ-এর বিরুদ্ধে মামলা
**প্রিমিয়াম আয়ের সঠিক হিসাব দেয়নি, গড়মিল ২৯.২৬ কোটি টাকা
**‘মেঘনা’ ১০ কোটির নিশান দেড় কোটিতে বিক্রি করেছে
**মেঘনা গ্রুপের দেড় হাজার কোটি টাকার করফাঁকি
**মেঘনা গ্রুপের পাচার লক্ষ কোটি টাকা
**মেঘনার দুর্নীতি: মাটিমিশ্রিত কয়লায় অনুসন্ধানে কমিটি
**মেঘনা গ্রুপের এক লাখ কোটি টাকা পাচার
**ভ্যাট-বীমা জালিয়াতিতে মেঘনার ২৫০০ কোটি আত্মসাৎ
**তিতাস গ্যাসের ৮৬২ কোটি টাকা পাওনা মেঘনার কাছে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!