মোংলা বন্দরে ৭২ গাড়ির নিলাম, ২৭টির বিক্রয়াদেশ

মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ দিয়েছে মোংলা কাস্টমস হাউস, আর বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করে সংস্থাটি।

বিক্রয়াদেশ জারি হওয়া সর্বোচ্চ দাম উঠেছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি। এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যে গাড়িটি নিলামে পায় চট্রগ্রামের ডিএমস লজিস্টিক নামে একটি কোম্পানি। গত রোববার মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রুবেল হাসান বলেন,মোংলা বন্দরে ৭২টি গাড়ি নিলামে তোলা হয় ২০ জানুয়ারি, যেগুলোর মধ্যে ২৭টি গাড়ি সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে। প্রাডো মডেলের গাড়িটি এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়, যার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা। এছাড়া আরও ২৬টি গাড়িও সর্বোচ্চ মূল্য পাওয়ায় সে সব গাড়ির জন্যও বিক্রয়াদেশ জারি করে মোংলা কাস্টমস হাউস। এসব গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানাসহ জাম্প ট্রাক।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ৩০ দিনের বেশি সময় ইয়ার্ডে রাখা ৩০০টি গাড়ি মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়, যার মধ্যে ৭২টি গাড়ি ২০ জানুয়ারি নিলামে তোলা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!