মেট্রোর র‍্যাপিড পাস কার্ড রিচার্জ অনলাইনে

মেট্রোরেলের র‍্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনে রিচার্জ করা যাবে। যাত্রীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে র‍্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে সহজে ব্যালেন্স পূরণ করতে পারবেন। এর ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ঝামেলা আর হবে না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং ভাড়া আদায় সহজ করার উদ্দেশ্যে স্মার্ট কার্ড ‘র‍্যাপিড পাস’ চালু করেছে। এবার সংস্থা এই কার্ড অনলাইনে রিচার্জ করার সুবিধা নিয়ে কাজ করছে। এমআরটি পাসেও একই সুবিধা প্রযোজ্য হবে। মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে—র‍্যাপিড পাস এবং এমআরটি পাস।

ডিটিসিএ সূত্র জানায়, র‍্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে কার্ড রিচার্জের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) স্থাপনের কাজও চলছে। ডিটিসিএর কর্মকর্তারা স্টেশনগুলো পরিদর্শন করছেন। সবকিছু সঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি র‍্যাপিড পাসে অনলাইনে রিচার্জ চালু হতে পারে। র‍্যাপিড পাস ও এমআরটি পাস—উভয় কার্ডেই অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। রিচার্জের জন্য যেকোনো ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে।

সূত্র জানায়, অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীর র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে টাকা দেওয়ার মাধ্যম বেছে নিয়ে টাকার পরিমাণ দিতে হবে। সফল হলে অনলাইনে মেসেজ আসবে। এরপর যেকোনো মেট্রো স্টেশনে গিয়ে এভিএম মেশিনে রেজিস্ট্রিকৃত র‍্যাপিড বা এমআরটি পাস কার্ড ট্যাপ করলে রিচার্জের টাকা কার্ডে যুক্ত হবে।

ডিটিসিএ জানায়, শুরুতে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি করে এভিএম বসানো হবে। ভবিষ্যতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সাপোর্ট করা মোবাইল ফোন থেকেও সরাসরি টিকিট কেনা এবং রিচার্জ করার ব্যবস্থা চালু করা হবে। তখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ ও মেট্রোর টিকিট কাটা যাবে।

ডিটিসিএর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছেন। এর মধ্যে প্রাথমিকভাবে প্রায় ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ হাজার গ্রাহক ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

কবে থেকে অনলাইনে রিচার্জ আনুষ্ঠানিকভাবে চালু হবে, জানতে চাইলে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতুবিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, ‘আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যেই এটা চালু হয়ে যাবে, তার আগেও হতে পারে।’

** ব্যাংক কার্ড পাঞ্চ করে মেট্রোরেলের ভাড়া দেওয়া যাবে
** মেট্রোরেল রিচার্জে দুর্ভোগ, বিকাশ-রকেট সেবা কবে?
** মেট্রোরেলে ২৬০০ কোটি টাকা বাদ দেওয়ার সুপারিশ
** একদিনে মেট্রোরেলের রেকর্ড, ৪ লাখ যাত্রী
** মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি, টিকেটে ভ্যাট থাকছে না

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!