মেট্রোরেল সেবায় আরো এক বছরের জন্য ভ্যাট বা মূসক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে দেশের সবচেয়ে জনপ্রিয় এই পরিবহনের টিকেটের উপর ভ্যাট থাকছে না। সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক নীতি) ব্যারিষ্টার মো. বদরুজ্জামান মুন্সী সই করা আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় পরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপধারা (৩) অনুযায়ী, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার উপর আরোপণীয় ভ্যাট বা মূসক প্রদান করলো। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি কার্যকর থাকবে।
এর আগে ২০২৩ সালের মে মাসে মেট্টোরেলের সব ধরনের যাত্রী সেবার উপর ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর, যা ২০২৪ সালের জুন মাসে শেষ হয়। ফলে বিদায়ী বছরের ১ জুলাই থেকে মেট্টোরেলে যাত্রী সেবার উপর ভ্যাট প্রযোজ্য হয়। তবে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষ এনবিআরকে কয়েক দফায় চিঠি দেয়। এনবিআর থেকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয় যে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে সোমবার এনবিআর আরো একবছরের জন্য ভ্যাট অব্যাহতি দিয়ে চিঠি জারি করেছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।