শেল্টেক্ (প্রা:) লিমিটেড আয়োজন করছে মাসব্যাপী “শেল্টেক্ আবাসন মেলা ২০২৫”, যেখানে অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও ফুড কোর্ট বুকিং-এ থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার। সেই সাথে স্পট বুকিং দিলেই সম্মানিত গ্রাহকেরা পাচ্ছেন কমপ্লিমেন্টারি ফিটেড কিচেন কেবিনেট এবং ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।
মেলা চলবে ১-৩১ অক্টোবর, শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা–সন্ধ্যা ৬টা, একযোগে শেল্টেক্-এর ঢাকা, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে। এই মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশন যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন, খুলশী ও পাঁচলাইশ এলাকায় ৪০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস প্রদর্শন করা হবে।
পহেলা অক্টোবর, বুধবার শেল্টেক্ এর মাসব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন শেল্টেক্ (প্রা:) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, মো. শরীফ হোসাইন ভূইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর ও মার্কেটিং অ্যাডভাইজার, শেল্টেক্ গ্রুপ, নওশাদ চৌধুরী; চিফ অপারেটিং অফিসার শাহ্জাহান; চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন; এবং হেড অব সেলস এ কে এম রাফিউল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শেল্টেক্ ৩৭ বছরের অভিজ্ঞতায় ২৩ হাজারের বেশি গ্রাহকদের প্রত্যাশিত ঠিকানায় অ্যাপার্ট্মেন্ট ও কমার্শিয়াল স্পেস হস্তান্তর করেছে। ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি ২০২৫’ হিসেবে স্বীকৃত শেল্টেক্ মজবুত নির্মাণ ও কমিউনিটি-ভিত্তিক টেকশই নকশার জন্য সুপরিচিত। শেল্টেক্ সকল প্রকল্পে বিএনবিসি নির্দেশিকা অনুসরণ করে। একই সঙ্গে ISO 9001:2015 সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে এটি ব্যবস্থাপনার গুণমান নিশ্চিত করে।
রিয়েল এস্টেট খাতে শেল্টেক্ তার চার দশকের সুনামকে ধরে রেখে সম্মানিত গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছে মাসব্যাপী আবাসন মেলায় অংশগ্রহণের জন্য। প্রথমবারের মতো এই আবাসন মেলা হচ্ছে তিনটি ভেন্যুতে: ঢাকায় শেল্টেক্ টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ; জলসিঁড়ি আবাসনে প্লট ১৭, রোড ৫০১, সেক্টর ১৭; চট্টগ্রামে রুবিয়া হাইটস, ২য় তলা, হাউস ৭/এ/১, রোড ৩, জাকির হোসাইন রোড, দক্ষিণ খুলশী।
রেজিস্ট্রেশন করুন: www.sheltech-bd.com/registration
বিস্তারিত জানতে কল করুন ১৬৫৫০ বা ভিজিট করুন www.sheltech-bd.com