মার্চ টু এনবিআর স্থগিত

মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) বিকেল ৪টায় সচিবালয়ে উপদেষ্টাে কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সেজন্য ঐক্য পরিষদ সংগঠনের ২০ জনের তালিকা প্রস্তুত করেছে।

NBR 30

মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিতের বিষয়ে ঐক্য পরিষদ বলছে, “এই মুহূর্ত থেকে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত মার্চ টু এনবিআর বন্ধ থাকবে। অর্থাৎ এনবিআরের উদ্দেশ্যে ঢাকার বাইরে থেকে কেউ নতুন করে আপাতত আর রওনা দিবেন না। যারা এনবিআরে আছেন, তারা প্রতিনিধিদল না ফেরা পর্যন্ত এনবিআরে অবস্থান করবেন। কমপ্লিট শাটডাউন পূর্বের ন্যায় চলমান থাকবে।”

NBR 32

আরো জানানো হয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের বিকেল ৪টায় আলোচনার জন্য ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আয়কর বিভাগ থেকে ১০ ও কাস্টমস থেকে ১০ জন মোট ২০ জনের কমিটি অর্থ উপদেষ্টার সঙ্গে এ আলোচনায় যুক্ত হবেন।

NBR 35

আজ রোববার দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল নয়টা থেকেই বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউস থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

NBR 33

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তাঁরা। সারাদেশ থেকে শত শত কর্মকর্তা-কর্মচারী মার্চ টু এনবিআরে যোগ দিয়েছেন। কমপ্লিট শাটডাউনের ফলে কোন কাস্টম হাউসে শুল্কায়নসহ কোন কার্যক্রম চলছে না। এছাড়া কর ও ভ্যাট অফিসেও একই অবস্থা।

NBR 34

অপরদিকে, সকাল থেকে তাঁরা চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। কয়েক দিনের কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও। গত ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। তবে, শাটডাউনের আওতামুক্ত আন্তর্জাতিক যাত্রীসেবা। দুপুরের পর থেকে এনবিআরে প্রবেশ শিথিল করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!