মারা গেছেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির

রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মারাত্মক আহত অবস্থায় তাকে সিএমএইচে নেয়া হলে বিকেল পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (২১ জুলাই) এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১৫০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের মধ্যে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ফ্লাইটটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একাই বিমানে ছিলেন। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও অংশ নেন।

**মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত ৫০
**উত্তরায় বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের শঙ্কা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!