বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ভোক্তার জন্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে সব সময় কাজ করছে এবং ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করতে পারেন।শনিবার বিসিআই-এর এক কর্মশালায় বিএসটিআই-এর ডিজি এস এম ফেরদৌস আলম বলেছেন, ব্যবসায়ীরা বিএসটিআই থেকে পণ্যের মান সনদ এবং ল্যাবটেস্ট সনদ সহজে গ্রহণ করতে পারেন। কর্মশালাটি বিসিআইয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
বিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক প্রকৌশলী ফিরোজ আহম্মদ এবং এস এম ফরহাদ হোসেন।
কর্মশালায় ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জাহাঙ্গির আলম ও নাজমুল আনোয়ার উপস্থিত ছিলেন।
ফেরদৌস আলম বলেন, বিএসটিআই গ্রাহকদের সহজ সেবা প্রদানে সচেষ্ট এবং এই আয়োজন সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে মেলবন্ধন সৃষ্টি করবে। তিনি বলেন, বিএসটিআই সব সময় চেষ্টা করছে যাতে ভোক্তা মানসম্পন্ন পণ্য পায় এবং ব্যবসায়ীরা সহজে সেবা গ্রহণ করতে পারেন। এছাড়া, বিএসটিআই বেসরকারি খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সেবার মান উন্নত করতে চেষ্টা করছে।
কর্মশালার সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ খুবই গুরুত্বপূর্ণ। তিনি চান, শিল্পগুলো সহজে তাদের পণ্যের মান যাচাই করে সনদ গ্রহণ করতে পারে এবং ভোক্তারা সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারে।
বিসিআই সভাপতি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য আমাদের বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যার ফলে কাজটি সমন্বিতভাবে হবে ও সেবা গ্রহণ সহজ হবে।
আনোয়ার-উল আলম চৌধুরী দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সবাইকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সবার সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে বিসিআই পরিচালক জাহাঙ্গির আলম সবাইকে ধন্যবাদ জানান এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সময়ে ও কম খরচে সেবা গ্রহণের বিষয়টি বিএসটিআইয়ের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিসিআইয়ের পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজনের কথা জানান এবং সবাইকে কর্মশালায় সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করেন।
কর্মশালার দ্বিতীয় ভাগে আলোচক প্রকৌশলী ফিরোজ আহম্মদ ও এস এম ফরহাদ হোসেন ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণে করণীয়’ বিষয়ে দুটি সেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সার্টিফিকেট বিতরণ করেন।