মাথাপিছু জিডিপিতে ৮ দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম

গত দেড় দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় তিন গুণ বেড়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশটি এখনো পিছিয়ে আছে। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের অবস্থান পঞ্চম; এগিয়ে আছে শুধু পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের তুলনায়।

সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান অর্থনৈতিক সূচক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত দেড় দশক ধরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২০২৪ সালের হিসাবে, দেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৬২৫ মার্কিন ডলার।

মাথাপিছু জিডিপি হলো একটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়। সহজভাবে বলতে গেলে, দেশের মোট উৎপাদিত সম্পদের মধ্যে গড়ে প্রত্যেক নাগরিকের জন্য কতটুকু অর্থ বা সম্পদ তৈরি হয়েছে, সেটিই মাথাপিছু জিডিপি। তবে এটি সরাসরি ব্যক্তির হাতে পাওয়া আয় নয়। বরং জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা পরিমাপের একটি সূচক হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত মাথাপিছু জিডিপি যত বেশি হয়, তা বোঝায় দেশের অর্থনীতি তত বড় এবং নাগরিকদের জন্য গড়ে বেশি সম্পদ ব্যবহারের সুযোগ রয়েছে।

এডিবির প্রতিবেদনে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাথাপিছু জিডিপির হিসাব তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে মালদ্বীপ, যেখানে মাথাপিছু জিডিপি ১১ হাজার ডলারের বেশি। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা, দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৪ হাজার ৫১৬ ডলার। ভুটান প্রায় ৪ হাজার ডলার নিয়ে তৃতীয় এবং ভারত ২ হাজার ৮০০ ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৫ ডলারে, যা ২০১০ সালে ছিল মাত্র ৮৮২ ডলার। অর্থাৎ দেড় দশকে এ হার প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান (১ হাজার ৫৮২ ডলার), নেপাল (১ হাজার ৪৩৪ ডলার) ও আফগানিস্তান (৪০০ ডলারের কিছু বেশি)।

অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু জিডিপির এই প্রবৃদ্ধি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির প্রতিফলন। এর ধারাবাহিক বৃদ্ধি দেখায় যে দেশের অর্থনৈতিক সুফল ধীরে ধীরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে মানুষের জীবনমানও উন্নত হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!