রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঠিক সংখ্যা ও ঠিকানা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। বিষয়টি বুধবার (২৩ জুলাই) নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেজটি প্রতিষ্ঠানটিরই বলে নিশ্চিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।
ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে অনেক কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত ও নিহত হন। এ ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যান্যদের প্রকৃত সংখ্যা ও ঠিকানা নির্ধারণ করে তালিকা তৈরির জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কমিটির সদস্যদের মধ্যে আছেন মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) এবং মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহতের সংখ্যা কমপক্ষে ১৬৫ জন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।