সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের বিষয়টি ‘সক্রিয় বিবেচনায় রয়েছে’ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ মে) সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়। তবে আর্থিক সংকটের কারণে সে আলোচনা আর অগ্রগতি পায়নি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা মোটামুটি রয়েছে, তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রবর্তনের নিয়ম থাকলেও সর্বশেষ কাঠামো কার্যকর হয় ২০১৫ সালে। এরপর আর নতুন কাঠামো না হওয়ায় মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় এসেছে।