সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী অনুযায়ী, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ক্ষমতার অপব্যবহার করে ২৩ কোটি ৫১ লাখ টাকা অর্জন করেছেন, যা তার জানামতো আয়ের উৎসের বাইরে। এছাড়া, তার ৬টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। অপর মামলায়, গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী দুজনকেই আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে ৯ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, হাসিনা গাজীর নামে ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।