ভ্যাট ফাঁকি দিচ্ছে ‘মুসলিম সুইটস’

শাহেদ রাসেল, বিশেষ প্রতিনিধি: দেশের স্বনামধন্য মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী এবং সরবরাহকারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস অ্যান্ড বেকারি। প্রাচীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি বিক্রয় তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। প্রতিষ্ঠানের মিরপুর শাখায় অভিযানের পর ভ্যাট তথ্য উদ্ঘাটন করেছে ভ্যাট পশ্চিম কমিশনারেট। প্রায় কোটি টাকার ভ্যাট ফাঁকি দেয়ায় মুসলিম সুইটস এর মিরপুর শাখার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে। মুসলিম সুইটের ওই শাখা প্রযোজ্য ভ্যাটের উপর পৃথকভাবে ৮৮ ও ৮৫ শতাংশ হারে ফাঁকি দিয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, মুসলিম সুইটস অ্যান্ড বেকারির মিরপুর সেনপাড়া পর্বতা শাখার বিরুদ্ধে বিক্রয় তথ্য গোপনের মাধ্যমে ভ্যাট ফাঁকির অভিযোগ পায় ভ্যাট পশ্চিম কমিশনারেট। অভিযোগ খতিয়ে দেখতে নিবারক দল গঠন করে পশ্চিম কমিশনারেট। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মুসলিম সুইটস অ্যান্ড বেকারির সেনপাড়া পর্বতা শাখায় অভিযান ও তল্লাশি চালায় নিবারক দল। সে সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভ্যাট সংক্রান্ত দলিলাদি দেখাতে ব্যর্থ হন। পরে নিবারক দল তল্লাশি চালিয়ে কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করেন। এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সমীর ঘোষ ও সুপারভাইজার আবুল হোসেন টুলু একটি বিবৃতি দেন।

  • যাতে বলা হয়, ক্রয় হিসাব টালি খাতাতে লিপিবদ্ধ করা হয়। এবং নিজস্ব বিল বইয়ে প্রতিদিনের বিক্রয় হিসাব লিখে রাখা হয়। কিন্তু সংরক্ষণ করা হয় না। ক্রয় করা মিষ্টি, বেকারি ও অন্যান্য আইটেম এর আনুপাতিক হিসাব জানতে চাইলে জানানো হয়, এক লাখ টাকার মালামাল ক্রয় করা হলে আনুমানিক ৬০ হাজার টাকার মিষ্টি ও ৪০ হাজার টাকার বেকারি এবং অন্যান্য আইটেম থাকে। প্রতিষ্ঠানের দেয়া বিবৃতি ও জব্দ করা দলিলাদি পর্যালোচনা, আড়াআড়ি যাচাই করে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে নিবারক দলের কর্মকর্তারা। পরে চলতি বছরের মার্চ মাসে দুইটি পৃথক মামলা করা হয়েছে। মামলা অনুযায়ী প্রতিষ্ঠানকে পৃথক দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিশ করেছে পশ্চিম ভ্যাট কমিশনারেট।

একটি মামলার প্রতিবেদনে বলা হয়, আটক করা ক্যাশ মেমোগুলো বিক্রয় ক্যাশ মেমো নয়। এগুলো বিভিন্ন ক্রেতার বাকির হিসাব বিল পেপারে লিখে রাখা হয়েছে। এ সকল বিল পেপার হতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। এ ছাড়া প্রতিষ্ঠানের বিক্রয়মূল্যের চেয়ে ক্রয়মূল্য অধিক হওয়ার সম্ভাবনা নেই। কারণ পণ্য ক্রয় করার পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ যুক্ত হয়ে বিক্রয়যোগ্য পণ্যের বিক্রয়মূল্য নির্ধারিত হয়। প্রতিষ্ঠানের সঠিক বিক্রয়ের তথ্য না পাওয়ায় ক্রয়মূল্যকেই বিক্রয়মূল্য হিসাবে গণ্য করে ভ্যাটের হিসাব করা হয়েছে। সে অনুযায়ী ২০১৯ সালের জুলাই হতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওই শাখায় বিক্রয় হয়েছে চার কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৩১০ টাকার পণ্য।

প্রতিষ্ঠানের বিবৃতি অনুযায়ী, মুসলিম সুইটসের বিক্রয় বা ক্রয়মূল্যের ৬০ শতাংশ মিষ্টি, ৪০ শতাংশ বেকারি ও অন্যান্য পণ্যের ক্রয় হিসাবে হিসাব করা হয়েছে। নতুন মূসক আইন অনুযায়ী মিষ্টির বিক্রয়ের উপর ভ্যাট হার ১৫ শতাংশ। এ ছাড়া অন্যান্য পণ্যের ব্যবসায়ী পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশ। সে অনুযায়ী, ২০১৯ সালের জুলাই হতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিক্রয় ও ব্যবসায়ী পর্যায়ের উপর প্রযোজ্য ভ্যাট ৪৬ লাখ ৭ হাজার ৬০৪ টাকা। যার মধ্যে প্রতিষ্ঠান সরকারি কোষাগারে জমা দিয়েছে ৫ কোটি ৭৮ হাজার ৫৭৬ টাকা। বাকি ৪০ লাখ ২৯ হাজার ২৮ টাকার ভ্যাট পরিশোধ না করে প্রতিষ্ঠান ফাঁকি দিয়েছে। অর্থাৎ প্রযোজ্য ভ্যাটের প্রায় ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ফাঁকি দিয়েছে। সুদসহ এই ভ্যাটের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ লাখ টাকা।

অপর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ২০১৭ সালের নভেম্বর হতে ২০১৯ সালের জুন পর্যন্ত বিক্রয় হিসাব করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান মিষ্টি ও বেকারি পণ্য বিক্রয় করেছে ২ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ১৫৮ টাকা। সে অনুযায়ী মিষ্টি ও বেকারি পণ্য বিক্রয় (১৫ শতাংশ ভ্যাট) ও ব্যবসায়ী পর্যায়ে (পুরাতন ভ্যাট আইন অনুযায়ী ৪ শতাংশ ভ্যাট) প্রযোজ্য ভ্যাট ২৯ লাখ ৯৯ হাজার ৭১১ টাকা। যার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তিন লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি ২৬ লাখ ১৫ হাজার ৭১১ টাকা ফাঁকি দিয়েছে। অর্থাৎ প্রযোজ্য ভ্যাটের প্রায় ৮৫ শতাংশ প্রতিষ্ঠান ফাঁকি দিয়েছে। সুদসহ ফাঁকির পরিমাণ দাঁড়াবে প্রায় অর্ধ কোটি টাকা হবে। সূত্রমতে, দুইটি মামলায় প্রতিষ্ঠানকে দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। ব্যাখ্যা দিতে সময় দেয়া হয়েছে।

নিবারক দলের কর্মকর্তারা জানিয়েছেন, মুসলিম সুইটস স্বনামধন্য হলেও ভ্যাট ফাঁকি দিতে প্রকৃত বিক্রয় হিসাব লুকিয়ে ফেলে। দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে আসলেও ধরা সম্ভব হয়নি। মামলার পর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মুসলিম সুইটসের সব শো-রুমে নজরদারি বাড়ানো হলেও ফাঁকি বন্ধ হবে বলে মত দেন কর্মকর্তারা।

এ বিষয়ে বক্তব্য নিতে মুসলিম সুইটস এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্যে পরিচালক মো. আসাদুজ্জামান বিজনেস বার্তাকে বলেন, একেক শাখা আমাদের একেক জন দেখেন। মিরপুর শাখা আমার এক আত্মীয় দেখেন। বিষয়টি নিয়ে তিনি বা ওই শাখার কর্মকর্তারা কথা বলবেন। পরে বক্তব্য জানতে মিরপুর শাখার ব্যবস্থাপক সমীর ঘোষ এর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে মুসলিম সুইটস এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শেয়ার বিজকে বলেন, ভ্যাট ফাঁকির মামলা তাদের প্রধান কার্যালয় থেকে দেখা হচ্ছে। ভ্যাট কমিশনারেটের সঙ্গে আমাদের কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে ৪০ প্রকারের মিষ্টি, ১২ প্রকারের বিস্কুট নিয়ে যাত্রা শুরু করে মুসলিম সুইটস অ্যান্ড বেকারি। বর্তমানে মুসলিম সুইটস অ্যান্ড বেকারিতে প্রায় ৭০ প্রকারের মিষ্টি ও ফাস্টফুড আইটেমসহ ৪০ প্রকারের বেকারি খাদ্য সামগ্রী পাওয়া যায়। বাংলাদেশে মিষ্টির সঙ্গে বেকারি পণ্যের সমন্বয় করে ‘সুইটস অ্যান্ড বেকারি’ ব্যবসার জনক আলহাজ্ব মিজানুর রহমান আক্কাছ। বর্তমানে মুসলিমের ৭টি সুইটস অ্যান্ড বেকারি, তিনটি রেস্তোরাঁ (মুসলিম রেস্টুরেন্ট, মুসলিম কারি হাউজ এবং ক্যাফে মিরপুর অ্যান্ড রেস্টুরেন্ট) ও একটি চাইনিজ রেস্তোরাঁ (বে লীফ) রয়েছে।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!