ভ্যাট-কাস্টমস ও কর অফিসে কর্মবিরতি চলছে

চার দাবিতে

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে এনবিআরসহ এনবিআরের আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২৪ মে) এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
Cefaration 01
জানা গেছে, সকাল থেকে ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁও এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বিভিন্ন প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া সারাদেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউসে কোনো কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোন সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
Cefaration 04
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এসময় সেবা বিঘ্নিত হওয়ায় সেবা প্রার্থীদের প্রতি দু:খ প্রকাশ করেন তারা।
Cefaration 02
ঐক্য পরিষদের চারটি দাবির মধ্যে রয়েছে-জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

**চার দাবিতে অনড়, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
**অধ্যাদেশ সংশোধন করে এনবিআর ভাগ হবে: অর্থ মন্ত্রণালয়
**চেয়ারম্যানের অপসারণসহ ‘অসহযোগ’ কর্মসূচি
**অর্থ উপদেষ্টার সঙ্গে সভা ফলপ্রসূ হয়নি: ঐক্য পরিষদ
**‘এনবিআর নিয়ে ভুল–বোঝাবুঝি দূর হয়েছে’
**উপদেষ্টার সঙ্গে বৈঠক মঙ্গলবার, কর্মসূচি স্থগিত
**অধ্যাদেশ বাতিল না হলে কলম বিরতি চলমান থাকবে
**এনবিআর বিলুপ্ত: অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
**এনবিআর সংস্কার: আলোচনায় রাজি অর্থ উপদেষ্টা
**রোববার ৬ ঘণ্টা কলম বিরতি, আলোচনায় রাজি
**তৃতীয় দিনেও চলছে কলমবিরতি
**তিন ঘণ্টার কলম বিরতি, স্থবির রাজস্ব কার্যক্রম
**‘পরিকল্পনা ছাড়া এনবিআর ভাঙা অস্থিরতা তৈরি করেছে’
**এনবিআর অচলাবস্থা, সমাধানে সরকারের তৎপরতা
**কর-কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশনে গণপদত্যাগ
**কোন আন্তর্জাতিক মডেলে এনবিআর সংস্কার?

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!