অনলাইনে ভ্যাট রির্টান ও সহগ ঘোষণা দেয়ার পর হার্ড কপি ভ্যাট অফিসে আর জমা দেয়া লাগবে না। বিষয়টি স্পষ্ট করে মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে ভ্যাট অফিসকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ’মুমেন এই তথ্য নিশ্চিত করেছেন। মূলত প্রতিষ্ঠানগুলো শতভাগ অনলাইনমুখী করতেই এনবিআর এমন উদ্যোগ নিয়েছে।
এনবিআর সূত্রমতে, এর আগেও অনলাইনে রিটার্ন (দাখিলপত্র) ও সহগ জমা দেয়ার পর ভ্যাট অফিসে রিটার্নের হার্ড কপি জমা দেয়ার বিধান ছিল না। কিন্তু কিছু ভ্যাট অফিস প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে হার্ড কপি জমা দিতে বাধ্য করতো বলে অভিযোগ রয়েছে। তবে ভ্যাট কর্মকর্তারা বলছেন, অনেক প্রতিষ্ঠান ঝামেলা এড়াতে ভ্যাট অফিসে এসে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে রিটার্ন জমা দিতেন। সঙ্গে হার্ড কপি দিয়ে যেতেন।
এনবিআরের আদেশে বলা হয়েছে, এনবিআর অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র (ভ্যাট রিটার্ন), সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট কর্মকর্তারা হার্ডকপি চায়, যা আইনসঙ্গত নয়। অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তাছাড়া, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই।
আরো বলা হয়েছে, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়। কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সকলকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য ভ্যাটদাতা সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।
***