৭৭% যোগান দিলো ১০ প্রতিষ্ঠান

## শীর্ষ দুই প্রতিষ্ঠান পেট্রোবাংলা ৩৮% ও জেটিআই এর ২৬% ভ্যাট কমেছে
## বিদায়ী অর্থবছর ১০০ প্রতিষ্ঠান ভ্যাট দিয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা
## এলটিইউ ১০টি খাত থেকে ভ্যাট আদায় করেছে ৪৬ হাজার কোটি টাকা

বিশেষ প্রতিবেদক: বড় কোম্পানি থেকে প্রতিবছর ভ্যাট আদায় বাড়ানোর চেষ্টা করছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), মূল্য সংযোজন কর। ভ্যাট সেবা বৃদ্ধি ও তদারকি বাড়ানোর ফলে এসব কোম্পানি থেকে ভ্যাট বাড়ছে। বিদায়ী ২০২০-২১ অর্থবছর এলটিইউ রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ২৫১ কোটি ৭৩ লাখ টাকা। যার মধ্যে ১০ কোম্পানি থেকে আদায় হয়েছে ৩৮ হাজার কোটি টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক, আবগারী শুল্ক ও সারচার্জ)। অর্থাৎ এলটিইউ এর আদায় করা ভ্যাটের ৭৭ শতাংশই যোগান দিয়েছে র্শীষ ১০টি প্রতিষ্ঠান। বাকি ১০০টি প্রতিষ্ঠান থেকে আদায় হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। তবে এলটিইউতে থাকা ১১০টি প্রতিষ্ঠান তদারকিতে এলটিইউ এর সক্ষমতা বাড়ানো হলে ভবিষ্যতে ভ্যাট আদায় আরো বাড়বে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, বিদায়ী ২০২০-২১ অর্থবছর এলটিইউ এর লক্ষ্যমাত্রা ছিলো ৬৭ হাজার ৫২৯ কোটি ৪৫ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ২৫১ কোটি ৭৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় প্রবৃদ্ধি ৭২ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠান দিয়েছে ৩৮ হাজার ১১১ কোটি টাকা। অর্থাৎ বিদায়ী অর্থবছর এলটিইউ এর আদায় করা মোট ভ্যাটের প্রায় ৭৭ শতাংশ দিয়েছে ১০টি প্রতিষ্ঠান। বাকি ১১ হাজার ১৪০ কোটি ৭৩ লাখ টাকা দিয়েছে ১০০টি প্রতিষ্ঠান। এছাড়া বিদায়ী অর্থবছর এনবিআর মোট ভ্যাট আদায় করেছে ৯৭ হাজার ৫০৯ কোটি টাকা। সেই হিসাবে ১০টি প্রতিষ্ঠান মোট আদায় করা ভ্যাটের ৪০ শতাংশ যোগান দিয়েছে। ১০টি প্রতিষ্ঠানের মধ্যে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (জেটিআই) ও পেট্রোবাংলার থেকে ভ্যাট আদায় ২০১৯-২০ অর্থবছরের তুলনায় কমেছে।

সূত্র আরো জানায়, এলটিইউতে বরাবরের মতো বিদায়ী অর্থবছরও সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে বহুজাতিক সিগারেট উৎপাদন ও বাজারজাত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। বিএটিবি থেকে ভ্যাট আদায় ২৪ হাজার ৯১১ কোটি টাকা; যা ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ১৯ দশমিক ৯৬ শতাংশ বেশি। ভ্যাট প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীনফোন লিমিটেড। প্রতিষ্ঠানটি ভ্যাট দিয়েছে ৪ হাজার ৪৮৫ কোটি টাকা; যা এর আগের বছরের চেয়ে ২৩ দশমিক ৩২ শতাংশ বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে দুই হাজার ৩৪৪ কোটি টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৭ দশমিক ৭৩ শতাংশ বেশি।

ভ্যাট প্রদানে চতুর্থ অবস্থানে রয়েছে সিগারেট উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি জেটিআই। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে দুই হাজার ৯ কোটি টাকা; যা এর আগে অর্থবছরের চেয়ে ২৬ দশমিক ৪৩ শতাংশ কম। পঞ্চম অবস্থানে রয়েছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে এক হাজার ৫০০ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ৩০ দশমিক ৬১ শতাংশ বেশি। ষষ্ঠ অবস্থানে রয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে ৬৫৫ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৫ দশমিক ৪০ শতাংশ বেশি।

সপ্তম অবস্থানে রয়েছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এই ব্যাংক থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে ৫৭৯ কোটি টাকা; যা এর আগের বছরের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। অষ্টম অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় জ্বালানি তেল ও গ্যাস খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পেট্রোবাংলা। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে ৫৭৮ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের তুলনায় ৩৮ দশমিক ৩৬ শতাংশ কম। নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে ৫৪০ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৬৮ শতাংশ বেশি। আর দশম অবস্থানে রয়েছে ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছর ভ্যাট আদায় হয়েছে ৫১০ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ১৭ শতাংশ বেশি।

এলটিইউ এর হিসাবে দেখা গেছে, বিদায়ী অর্থবছর ১০টি খাত থেকে ভ্যাট আদায় হয়েছে ৪৬ হাজার ৩৪৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সিগারেট খাত থেকে ২৬ হাজার ৯২০ কোটি ৭৬ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। মোবাইল খাত থেকে আদায় হয়েছে ৮ হাজার ৪৬৫ কোটি ৫২ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। ঔষধ খাত থেকে আদায় হয়েছে তিন হাজার ১৩২ কোটি ৭৯ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৯ শতাংশ বেশি। ব্যাংক খাত থেকে আদায় হয়েছে দুই হাজার ৯৫৪ কোটি ৬৬ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৩ শতাংশ বেশি। বিদ্যুৎ খাত থেকে আদায় হয়েছে এক হাজার ৪৫৫ কোটি ৬৩ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ২২ শতাংশ বেশি। গ্যাস খাত থেকে আদায় হয়েছে এক হাজার ৪১১ কোটি ৫১ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ২৮ শতাংশ কম। সাবান খাত থেকে আদায় হয়েছে ৬৫৫ কোটি ১১ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি। কোমল পানীয় খাত থেকে আদায় হয়েছে ৬৩৭ কোটি ১৯ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি। সিমেন্ট খাত থেকে আদায় হয়েছে ৪২০ কোটি ৮৬ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি। পানি সরবরাহ খাত থেকে আদায় হয়েছে ২৯১ কোটি ৯১ লাখ টাকা; যা এর আগের অর্থবছরের চেয়ে ২১ শতাংশ বেশি।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!