ভোটকেন্দ্রের নীতিমালায় সংশোধন আনলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় বুথের সংখ্যা কমানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত সংশোধিত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।

সংশোধনী নীতিমালায় বলা হয়েছে, আগের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নতুন সংশোধনী অনুযায়ী, সাধারণভাবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণের ফলে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০, যা এখন যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এতে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে এবং দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনীয়তাও হ্রাস পেয়েছে। তিনি বলেন, একটি সিদ্ধান্তের মাধ্যমেই এত বড় অঙ্কের ব্যয় সাশ্রয় করা গেছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এ ধরনের মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!