ভোজ্যতেলে অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়লো

** অব্যাহতির তালিকায় নতুন যুক্ত হলো পরিশোধিত ও অপরিশোধিত ক্যানোল ও সানফ্লাওয়ার তেল

বাজারে সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সয়াবিন ও পাম তেলের অব্যাহতির মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে নতুন করে ক্যানোলা ও সানফ্লাওয়ার তেল আমদানিতে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এবং মূসক বা ভ্যাট হ্রাস করা হয়েছে। ক্যানোলা ও সানফ্লাওয়ারের অব্যাহতির মেয়াদও আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে। আসন্ন রজজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ সই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
56449 45094 page 001
মো. আল-আমিন শেখ জানিয়েছেন, পবিত্র মাহে রমযানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন ও পাম তেলে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। পরিশোধিত ও অপরিশোধিত এই দুইটি ভোজ্যতেল আমদানিতে অব্যাহতির মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হয়। সেজন্য এই দুইটি তেলের উপর অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে বিদ্যমান আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে।
56449 45094 page 002

সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ের মূসক ১৫ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এ সকল ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক-করাদি অবশিষ্ট রইলো না। এর আগে সয়াবিন ও পাম তেলে শুল্ককর অব্যাহতির মেয়াদ ১৭ অক্টোবর ও ১৯ নভেম্বর বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সয়াবিন ও পামতেলের সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী দর বিবেচনায় নিয়ে পবিত্র রমযান মাসে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ভোজ্যতেলের শুল্ক-কর অব্যাহতি দেওয়ায় এ সকল তেলের আমদানি ব্যয় লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা হ্রাস পাবে। এনবিআরের নেয়া এ সকল ব্যবস্থার ফলে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর ফলে বাজার মূল্য সর্বসাধারণের জন্য সহনীয় পর্যায়ে রাখা যাবে মর্মে এনবিআর আশা করে।

৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বেড়েছে। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম এখন ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্র্যান অয়েল বা ধানের কুঁড়ার তেল রপ্তানি নিয়ন্ত্রণে শুল্কারোপের প্রস্তাব করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সংস্থাটি এ জন্য অপরিশোধিত ও পরিশোধিত—উভয় ধরনের কুঁড়ার তেল রপ্তানির ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপের সুপারিশ করেছে।

রাইস ব্রান অয়েল রপ্তানির লাগাম টানতে বসছে শুল্ক
শুল্কছাড় ২ হাজার কোটি টাকা, কাজেই আসেনি
ডিম-ভোজ্যতেল-চিনি আমদানিতে শুল্ক-ভ্যাটে আরো ছাড়
জবাব দিতে সময় চায় আট কোম্পানি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!