ভিওনের এনটিটিএন আবেদন, নমনীয় বিটিআরসি

বাংলালিংকের মূল কোম্পানি ভিওন এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) লাইসেন্সের জন্য আবেদন করেছে। যদিও বর্তমান নীতিমালায় এই আবেদন করার সুযোগ নেই, তবুও ‘ভবিষ্যতে বা নতুন নীতিমালা সরকারের অনুমোদন পেলে ভিওনকে লাইসেন্স দেওয়া যেতে পারে’ এমন সম্ভাবনা মাথায় রেখে বিটিআরসি তাদের আবেদন ফরোয়ার্ড করেছে।

এনটিটিএন গাইডলাইনের ক্লজ ৫.০৪ অনুযায়ী, মোবাইল ফোন অপারেটরের লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির অংশীদাররা এনটিটিএন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তাই ভিওনের আবেদন গ্রহণযোগ্য নয়। তবে বিটিআরসি এখনও আবেদন বাতিল করেনি এবং নেটওয়ার্ক টপোলজি রিফর্ম কমিটির প্রতিবেদন অনুযায়ী সরকার অনুমোদিত নতুন নীতিমালা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেবে।

বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি বিভাগের প্রধান তাইমুর রহমান বলেন, ভিওন সব ধরনের টেলিকম সেবা দিতে চায়, এজন্যই তারা এনটিটিএন লাইসেন্সের জন্য আবেদন করেছে। এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে বিটিআরসি ঘোষণা করে, আপাতত নতুন কোনো এনটিটিএন লাইসেন্স দেয়া হবে না এবং আগ্রহীদের আবেদন না করার অনুরোধ জানিয়েছে।

বর্তমানে মোট ছয়টি প্রতিষ্ঠান এনটিটিএন লাইসেন্সধারী। এর মধ্যে ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেড বেসরকারি সেক্টরের প্রধান খেলোয়াড়। সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল, রেলওয়ে এবং পিজিসিবি এনটিটিএন লাইসেন্স পাওয়া সত্ত্বেও এ ব্যবসায় খুব একটা সক্রিয় নয়। সর্বশেষ লাইসেন্স পাওয়া বেসরকারি বাহন লিমিটেডও এখনো বাজারে উল্লেখযোগ্য স্থান করে নিতে পারেনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!